Daily Frontier News
Daily Frontier News

গলাচিপায় জনসেবা সংগঠনের উদ্যোগে দুঃস্থদের মাঝে শাড়ী বিতরণ।

 

 

নিজস্ব প্রতিনিধি, মোঃ আনোয়ার হোসেন।

 

পটুয়াখালী জেলার গলাচিপায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে ঈদ উপহার হিসেবে প্রায় এক হাজার শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার আমখোলা ইউনিয়নের পুর্ব বাঁশ বুনিয়ার মুদির হাট মাদ্রাসা ময়দানে ৪,৫ নং ও মরহুম ওয়াহেদ আলী হাওলাদারের বাড়ীর সামনে ৬ নং ওয়ার্ডের মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করা হয়। জনসেবা সংগঠন এর পক্ষ থেকে এসব শাড়ি বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন।

এতে সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব,মোঃ বশির (প্রবাসী),মোঃ আবুল কাশেম মনির,মোঃরবিউল,মোঃ আরিফ, মেহেদী হাসান,মোঃআহাদুল ইসলাম, হেলাল মিয়া,সাগর আহমেদ, রেজাউল কবির ও ইমরান প্রমুখ,

মাসব্যপী পবিত্র রমজান মাস শেষে ঈদ উল ফিতর উপলক্ষে জনসেবা সংগঠনের কর্মীদের সহোযোগিতায় শাড়ী বিতরণ কার্যক্রমের টোকেন বাড়ী বাড়ী পৌছে দেওয়া হয়,গত কয়েক বছর ধরেই এলাকার গরীব অসহায় ছিন্নমূল সুবিধাবঞ্চিত ও চিকিৎসা বঞ্চিত মানুষের পার্শে থেকে কাজ করছেন সামাজিক সেবামূলক জনসেবা সংগঠন এতে স্বতস্ফূর্তভাবে এলাকার সাধারণ মানুষের মাঝে দারিদ্র্যতা মুক্তির লক্ষ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে।

Daily Frontier News