এ এইচ ফারুক আহমেদ
সিলেটের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে হাফেজ, ইমাম, মাদরাসা ছাত্র ও বেকার যুবকদের জন্য ৬০ দিন ব্যাপি ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। রোববার সকাল ১১ টায় এ কোর্সের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সাবেক পরিচালক ফরিদ উদ্দিন আহমদ।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ—পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের কম্পিউটার প্রশিক্ষক মুহাম্মদ মুবিনুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমির সিলেটের সহকারী পরিচালক এবিএম গোলাম সরোয়ার। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন শিব্বির আহমদ। অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী আহমেদ মুসা।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সাবেক পরিচালক ফরিদ উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে মসজিদের ইমাম, হাফেজ, মাদরাসা ছাত্র ও বেকার যুবকদেরকে বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করছে।
সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ—পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ১৬ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মমূখী ও উৎপাদনক্ষম হিসাবে গড়ে তুলতে হলে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি ইমাম প্রশিক্ষণের মাধ্যমে হাফেজ, ইমাম, মাদরাসার ছাত্র ও বেকার যুবকদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics