রবিউল ইসলাম শেরপুর প্রতিনিধিঁঃ-
শেরপুরের নালিতাবাড়ীরর একটি মসজিদের ইমামের বিদায়ে অঝরে কেদেছেন মসজিদের কমিটি,নিয়মিত মুসল্লি ও এলাকাবাসী।
নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলীর বিদায়ে এ দৃষ্য দেখা যায়।
যানাগেছে ২০১৩ সালে ইমাম মোহাম্মদ আলী এ মসজিদে মোয়াজ্জীম ও ইমামতির দ্বায়িত্ব গ্রহন করেন।
১০ জুন শুক্রবার জুম’আর নামাজের পর তার বিদায়ে সংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠান করেন মসজিদের মুসল্লি ও কমিটি বৃন্দ।
অনুষ্ঠানে ইমাম মোহাম্মদ আলীকে উপহার প্রদান করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মসজিদের খতিব মাওলানা ওয়াজিউল্লাহ সভাপতি মাহমুদুল হক খোকন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান (বিটিয়ার) কোষাধক্ষ্য জুলহাস মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ তারা বলেন এই ইমামের কর্তব্য পরায়নতায় আমরা মুগ্ধ আমরা উনাকে মনথেকে ভালোবাসি উনার বিদায়ে এলাকাবাসী মর্মাহত এলাকার প্রত্যেকটি মানুষ উনাকে মিছকরবে।
ইমাম মোহাম্মদ আলী বলেন,আমি এই এলাকারই সন্তান, দীর্ঘ 10 বৎসর আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম, আল্লাহর ঘর মসজিদ, এর খেদমতনরত ছিলাম আমার কথায় কাজে আচরণে যদি কেউ কোন কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রস্তে সকলে ক্ষমা করে দেবেন,প্রত্যেকদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হবে ফজরের আজান হবে এইমওয়ে কি হবে আজান কিন্তু সেখানে থাকবে না আমার কন্ঠস্বর মিম্বারে মুসলমান দাঁড়িয়ে কে একজন নামাজ পড়বেন শ্রুতি মধুর কোরআন তেলাওয়াতের সঙ্গে নামাজ সম্পন্ন করবেন কিন্তু আমার তেলাওয়াত আর ভেসে আসবে না আপনারা সকলে রামাযান আসবেন জামাতে নামাজ পড়বেন কিন্তু আমার পেছনে নামাজ পড়া হবে না।
এই মসজিদ আমার রক্তের সঙ্গে মিশে আছে এই মসজিদ আমার হৃদপিণ্ড আমার শরীরের একটা অংশ চাইলেই এটাকে আলাদা করা যায় না আপনাদের স্নেহ মায়া ভালবাসা আদর খুব মিস করবো আমি।
আমরা সকলে ছিলাম এক পরিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে চাই এই বলে হে আল্লাহ আমাদের সকলকে জান্নাতে এরকমভাবে একসঙ্গে থাকার তাওফীক দান করুন আমীন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics