Daily Frontier News
Daily Frontier News

আহলে সুন্নাত জামাতের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন বাসুবাটী বাড়ির পীর সৈয়দ খাজা সামিরুল ইসলাম চিশতী।।

 

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

পশ্চিম বাংলার হুগলি জেলার বাসুবাটী পবিত্র দরবার শরীফের পক্ষ থেকে আগামী ২১,শে, সেপ্টেম্বর আহলে সুন্নাত জামাতের একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এই সেমিনার থেকে পশ্চিম বাংলার মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এবং মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের বর্তমান পরিস্থিতি তে কি করনীয় তার ব্যাখ্যা করা হবে। মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের সঠিক পথে দিশা দেখাবার জন্য এবং সারা ভারতের ধর্মপ্রাণ মুসলমানদের উপর নানা ধরনের অমানবিক নির্যাতন ও ঘটনা ঘটে চলেছে তা বন্ধ করার দাবি তোলা হবে বলে মনে করা হয়েছে। এই সভায় উপস্থিত থাকবেন পশ্চিম বাংলার আহলে সুন্নাত জামাতের অন্যতম প্রধান হজরত মাওলানা সৈয়দ পীর সামিরুল ইসলাম সাহেব, এছাড়াও কলকাতার পবিত্র খিদিরপুর খানকা শরিফের বর্তমান গদ্দীনশীন পীর সৈয়দ শাহ হজরত মাওলানা পীর সুইফুদিন শাহ আল কাদরী ও আহলে সুন্নাত জামাতের পক্ষে মিজারুল ইসলাম মন্ডল সহ অন্যান্য আলেম ও ওলামা।।

Daily Frontier News