বিশেষ প্রতিনিধি।।
ফেনীতে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৭ জন।
নিহতরা হচ্ছেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগের বাসিন্দা মাইক্রোবাস চালক ইমাম হোসেন (২৫) ও দাগনভূঁঞা উপজেলার রামনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কুয়েত প্রবাসী বেলায়েত হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের (৩৫)।
পুলিশ জানায়, হযরত শাহ জালাল বিমান বন্দর থেকে কুয়েত প্রবাসী বেলায়েত হোসেনকে নিয়ে ফেনীর দাগনভূঞায় আসছিলেন পরিবারের সদস্যরা। সকাল ৭টার দিকে মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক মো. ইমাম হোসেন নিহত হয়। তাৎক্ষণিক খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করে।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থলে চালক ও পরে প্রবাসীর স্ত্রী মারা গেছে। এঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা প্রবাসী বেলায়েত হোসেন (৪৫), পরিবারের সদস্য সাবের হোসেন (১৪), সাব্বির হোসেন (১০), ফাহমিদা আক্তার (২২), শরিফ উদ্দিন (৩০) ও লিমন হোসেন (৮)। পরে দূর্ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics