মোঃ শাহিন শওকত জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক ভুটভুটি চালকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর বাঁকে ভুটভুটির নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুট চালক সড়কে উল্টে পড়লে এই দূর্ঘটনায় গুরুত্বর আহত হোন। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ওই ভুটভুটি চালকের মৃত্যু হয়।
মৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট-চাকলা গ্রামের মাজেদ আলীর ছেলে মোঃ মাইনুল ইসলাম মানু (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহষ্পতিবার দুপুরে ভুটভুটিতে ছাগল নিয়ে আড়গাড়াহাট-চাকলা থেকে ছেড়ে আসে ছাগল বিক্রয়ের জন্য। কিন্তু মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর মাঝটোলার বাঁকে ভুটভুটির নিয়ন্ত্রণ হারালে সে ভুটভুটি উল্টে যায। তাৎক্ষনিক তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী যোবায়ের আহম্মেদ জানান, বৃহষ্পতিবার দুপুরে মোবারকপুর বাঁকে ভুটভুটির নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুট চালক সড়কে উল্টে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক ভুটভুটি চালককে মৃত বলে ঘোষণা দেন।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics