তানজিনা আক্তার উর্মি- লামা
বান্দরবানের লামা উপজেলায় গলায় ফাঁস দিয়ে উপজেলা হাসপাতালের উপ-সহকারী সাবরিনা তারান্নুম মেঘলা(২৭) নামে এক নারী আত্মহত্যা করেছে।
শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় লামা বাজার পশ্চিম পাড়া এলাকায় তার শুশুর বাড়িতে এই ঘটনাটি ঘটে।
নিহত- সাবরিনা তারান্নুম মেঘলা(২৭), লামা পৌরসভার মধুঝিরি এলাকার মোঃ শওকত আলী মেয়ে।
তিনি লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসারের দায়িত্বরত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাংসারিক বিষয় নিয়ে তার স্বামীর সাথে মনমালিন্য চলছিল। এ বিষয় নিয়ে মেয়েকে শাসন করতে গেলে বাবার উপর অভিমান করে শশুর বাড়িতে চলে যায়। সন্ধ্যায় তার শশুর বাড়ির দ্বিতীয় তলায় নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লামা সরকারি হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল পরিক্ষা করে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics