মাহাতাব উদ্দিন রাফি
নোয়াখালীর বেগমগঞ্জে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশু সায়েমের (১১) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোলাবাড়িয়া এলাকার আজমীর ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম বাহাদুরপুর গ্রামের নুরনবীর ছেলে। সে স্থানীয় মদনমোহন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। শিশুটি আজমীর ভবনের পাঁচতলায় মা-বাবার সঙ্গে ভাড়াবাসায় থাকত।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিকালে সায়েম আরও কয়েকজন শিশুসহ পাঁচতলা ভবনের ছাদে খেলতে যায়। তার মা তার আরেক ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে বিদেশে কথা বলছিলেন। তখন আরেক শিশু পা পিছলে ছাদ থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে সায়েম ছাদ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরদির্শন করে লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বেগমগঞ্জ থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ছাদ থেকে পড়ে ওই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics