Daily Frontier News
Daily Frontier News

মানিকগঞ্জে সেলফি বাসের ধাক্কায় মটর সাইকেল আরোহী কলেজ ছাত্রসহ ২ জন নিহত আহত এক

 

 

সাধন সূত্রধর,জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ-

 

 

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা কালিগঙ্গা সেতুর উপর সেলফি পরিবহনের সাথে মটর সাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুই যুবক নিহত হয়েছে। নিহত দুজনের বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে।
রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা এবং নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত সাড়ে দশটার দিকে মানিকগঞ্জের তরা কালিগঙ্গা সেতুর উপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া এবং তার বন্ধু মোটরসাইকেল ব্যবসায়ী মোঃ আশিকুর রহমান। এ ঘটনায় আহত হয় আরেক বন্ধু হাসিবুর রহমান অটুট (২৪)। তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে কয়েকটি সেলফি পরিবহন ভাঙচুর করেছে। এসময় পুলিশ লাঠি চার্জ করে।
বিক্ষুব্ধ জনতা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে রাত ১১.৩০ টার দিকে সেলফি পরিবহনে আগুন ধরিয়ে দেয়।

Daily Frontier News