মোঃ আব্দুল হান্নাান (নাসিরনগর)ব্রাহ্মণবাড়িয়া,সংবাদদাতাঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে মৎস্য শিকার করতে গিয়ে বিষধর সাপের কাঁমড়ে সোয়াঈদ মিয়া(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৬ জুলাই ২০২২ রোজ শনিবার ভোরে ভ্যাকসিনের জন্য কুমিল্লা জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সোয়াইদের মৃত্যু হয় বলে তার পরিবার সুত্রে জানা গেছে।
সোয়াঈদ উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নতুন পাড়ার মো. বিল্লাল মিয়ার ছেলে।সে সিলেটে ফার্নিচারের ব্যবসা করতো। ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে আসে সোয়াইদ।
সোয়াইদের পরিবার সূত্রে জানা গেছে,১৫ জুলাই ২০২২ রোজ শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে শখের বশে গ্রামের পাশে খালের পানিতে মাছ ধরতে যায় সোযাইদ ।সেখানে রাত অনুমান ১২ ঘটিকার দিকে সোয়ািদকে সাপে কাঁমড় দেয়। এসময় তার চিৎকারে পরিবার ও স্থানীয় লোকজন এসে তাকে রাত ১ ঘটিকার সময় নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানায়, তাদের কাছে সাপের কাঁমড়ের এন্টিভেনম বা ভ্যাকসিন নেই।পরে রাতেই সোয়ািদকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাদালে নিয়ে যাওয়া হলে সেখানেও ভ্যাকসিন না পেয়ে ভ্যাকসিনের জন্য দ্রুত কুমিল্লা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সোয়াইদ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিবুল্লাহ সরকার বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics