Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে ৫ম শ্রেণীতে ছাত্রের মৃত্যু

 

 

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

 

নানার বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশে খাল থেকে বল উঠাতে গিয়ে ৫ম শ্রেণীর শিশু পানিতে
ডুবে মৃত্যুবরণ করেছে। কুমিল্লার মুরাদনগর এলাকার প্রবাসি মাহাবুবুর রহমান হেলালির ছেলে
ফারদিন আহাম্মদ(১১)। মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ফারদিনের মামা মাসুদ রানা। স্থানীয়
সূত্রে জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ টিটি সাহেবের বাড়িতে নানার
বাড়িতে থাকতো ফারদিন। সে নাগাইশ ইক্বরা একাডেমীর ৫ম শ্রেণীর ছাত্র। শুক্রবার বিকালে নানার
বাড়ির পাশে সকল বন্ধুরা মিলে ফুটবল খেলতে শুরু করে। খেলার একপর্যায়ে মাঠের পাশের খালে বল পরে যায়।
ফারদিন বলটি তুলে আনতে খালে নামে। সাঁতার না জানায় সে পানিতে ডুবে যায়। মৃত ফারদিনের মা
বাড়ির পাশে সন্তানকে খেলতে দিয়ে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানা
যায়। স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে আসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামা মাসুদ রানা জানান, এশার নামাজের পর
নাগাইশ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাযা শেষে তাকে তার গ্রামের বাড়ি মুরাদনগরে তার
পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Daily Frontier News