বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ডভ্যানের চাকা ফেটে খুলে গিয়ে মোহাম্মদ (৫৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার সার্জেন্ট কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার বরুড়া উপজেলার আদমপুর গ্রামের আনু মিয়ার ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক মোহাম্মদ নিমসার বাজার এলাকায় মহাসড়কের পাশে তার অটোরিকশায় কলা উঠাচ্ছিলো। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের চাকা ফেটে খুলে গিয়ে মোহাম্মদ এর উপরে পরে।
এতে মোহাম্মদের মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদকে মৃত ঘোষনা করেন।
এদিকে দুর্ঘটনার পরপর চালক কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার সাজেন্ট কামরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানটি জব্দ করে মরদেহসহ থানায় নিয়ে আসে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics