সাহাবুউদ্দিন চট্টগ্রাম
বাঁশখালীতে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত ফাইল ছবি
চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশা উল্টে শফিউল আলম জিহাদী (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন, মারুফা আকতার (৯), মো. ফোরকান (৩৩) ও অটোরিকশাচালক আবদুর রহিম। নিহত শফিউল কক্সবাজার জেলার পেকুয়া থানার ছিরাদিয়া এলাকার নুরুল হুদার ছেলে।
শনিবার (১৫ জুলাই) সকালে পিএবি সড়কের (বাঁশখালীর প্রধান সড়ক) বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া কেবি কনভেনশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে চেচুরিয়া কেবি কনভেনশন সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় মারুফা আক্তার (৯) নামে এক শিশুকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামগামী অটোরিকশাটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে চালকসহ তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে যাত্রী শফিউল আলম জিহাদীর মৃত্যু হয়। এ ঘটনায় শিশু মারুফা আক্তারও গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. হীরক কুমার পাল জানান, চেচুরিয়া এলাকা সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মারা গেছে। একজনকে চমেকে পাঠানো হয়েছে। ফোরকান নামে একজন চিকিৎসাধীন রয়েছেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics