শাহীন বিশ্বাস পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি।।
পাটকেলঘাটার তৈলকুপী গ্রামে বিয়েতে এসে পুকুরে এক সাথে ডুবলো ভাই বোন
শুক্রবার দুপুরে এ মরমান্তিক ঘটনা ঘটেছে।
পাটকেলঘাটা তৈলকুপী গ্রামের আলআমিন গাজী পিতা আলা গাজীর বাড়িতে। ঐ সময় বিয়ের আয়জন চলছিলো।
শান বান্ধানো কংক্রিট গাটে মা নাছরিন বেগম ৪বছরের শিশু পুএ মনি ও ৬ বছরের শিশু কন্যা তোহাকে রেখে বলে বাবা আম্মু এখানে বসো। আমি কাপড় গুলা তাঁরে ঝুলিয়ে এসে গোসল করিয়ে দিব। মা নাসরিন বেগম পুকুর ঘাটে এসে সন্তান দুটিকে দেখতে না পেয়ে কান্নাকাটি করতে থাকে।এ সময় এলাকার লোকজন এসে পুকুরে জাল বেয়ে ডুব মেরে খুঁজতে থাকে এক পর্যায় পুত্র সন্তানটিকে পানির নিচ থেকে মৃত অবস্থায় আজমির গাজী উদ্ধার করে এবং কন্যা শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।নিওতির কি খেলা ছেলের গোসল ঠিকই হলো জীবনের শেষ গোসল বরই পাতা দিয়ে। কথায় আছে মারে আল্লাহ্ রাখে কে বড় বোন টি বেচে আছে। পিতার আহাজারি মনি আমার সাথে বিয়েতে যেতে চেয়েছিল গাড়িতে জায়গা না থাকায় আমি নিয়ে যায়নি। নিয়ে গেলে আমার আব্বু আজ বেচে থাকত বলে পাগলের মত কাঁদতে থাকে। যশোর সদর থানার রাধানগর গ্রামের অসিমউদ্দী হোসেন পিতা। গতকাল রাত শুক্রবার রাত ১০টায় যশরের রাধানগরে যানাজা শেষে পারিবারিক কবর স্তানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics