তপন দাস নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হওয়া ২ জন মারা গেছেন।
তারা হলেন নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডেরর পূর্ব বামনডাংগার বাসিন্দা শ্রীরমনাথ রায়ের ছেলে ও এক সন্তানের জনক শ্রীলিটন রায় (২৩) আর অপর জন হলো ডোমার উপজেলার আঠিয়াবাড়ির ৫ নং ওয়ার্ডের মধ্যপাড়া নামক এলাকার বাসিন্দা মোহাম্মদ বাছির উদ্দিন এর স্ত্রী ও তিন সন্তানের জননী লাভলী বেগম (৩২)। এবিষয় প্রত্যক্ষদশী কয়েকজনের সাথে কথা হলে তারা জানান গতকাল রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে নীলফামারী – ডোমার মহাসড়কের নীলফামারী অস্হায়ী মেডিকেল কলেজের সামনে নীলফামারী থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা এবং পলাশবাড়ী বাজার থেকে থেকে ভবনবাজারেরর ( ইউনিয়ন পরিষদ বাজার) উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হয় ২ জন তখন আমরা তাদেরকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যাই এবং সেখান থেকে এক জনকে রংপুরে নিয়ে যাওয়া হয় এবং আজ শনিবার সকালে তারা (২ জনে) মারা যান।
এবিষয়ে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইব্রাহিম তালুকদার এর সাথে কথা হলে তিনি বলেন আমি ঘটনাটি শোনার পর দ্রুত ঘটনাস্থলে যাই এবং আহতদের হাসপাতালে পাটানোর ব্যবস্থা করি আর লিটন নামে যে ছেলেটি মারা গেছে সে আমার নির্বাচনী এলাকার পূর্ব বামনডাংগা এলাকার বাসিন্দা এবং পেশায় সে একজন অটোচালক বলে জানান তিনি।
এদিকে আঠিয়াবাড়ির ৫ নং ওয়ার্ডের মেম্বার জনাব লুতফর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন লাভলী গতকাল রাতে নীলফামারী থেকে বাসায় ফেরার পথে পলাশবাড়ী নামক স্হানে সড়ক দূর্ঘটনায় আহত হলে নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর এ রেফার করা হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজ বিকেলে তার নিজ বাড়িতে তার দাফন করা হবে আর তার ৩ টি ছেলে সন্তান রয়েছে।
এবিষয় নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ জনাব মুক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন একজন নীলফামারীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন আর অপরজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে আর তাদের পরিবারে কোন অভিযোগ না থাকায় আইনি পক্সিয়া শেষে তাদের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics