Daily Frontier News
Daily Frontier News

নীলফামারীতে পুকুরে ডুবে নিহত এক যুবক

 

তপন দাস
নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহত হয়েছে এক যুবক। আজ রবিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামালপুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় নামক এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে । নিহত যুবক মোহাম্মদ সাজু ইসলাম (১৫) সৈয়দপুরের কয়ানিজ পাড়া এলাকায় বাসিন্দা জাবেদ আলীর পুত্র। সরজমিনে গিয়ে কয়েকজনের সাথে কথা হলে তারা জানান আজ দুপুরে কয়ানিজ পাড়া এলাকার ৫ জন ছেলে মতির মোড়ের ঐ পুকুরে গোসল করতে নামেন , তারা পুকুরের পাহাড় থেকে লাফা লাফি করে পুকুরে গোসল করতে নামলে ৪ জন উপরে উঠে আসলে ও একজন উঠে না আসলে তার বন্ধু দের চিৎকার শুরু হয় এবং আমরা এসে পুকুরে তাকে ( সাজু কে) খুঁজতে নামলে আমরা তার লাশ না পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস কে বিষয়টি অবগত করি এবং ফায়ার সার্ভিসের সদস্য এসে প্রায় ২ ঘন্টার চেষ্টায় সাজুর লাশ উদ্ধার করে । এবিষয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার খুরশিদ আলম বিষয় টি নিশ্চিত করে বলেন আমরা খবর পাওয়া মাত্রা সেখানে উদ্ধার কাজে যোগ দেই এবং আমাদের সদস্যরা প্রায় ২ ঘন্টার চেষ্টায় সাজুর লাশ উদ্ধার করে সক্ষম হয়।

Daily Frontier News