তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহত হয়েছে এক শিশু।
শুক্রবার বিকেলে নীলফামারীর সদর উপজেলার গোড়গ্রাম জেলা পাড়ায় এই মর্মান্তিক ঘটনা টি ঘটে।
নিহত শিশু বিল্পব চন্দ্র দাস দিপ্ত (৭) উক্ত এলাকার দিলীপ দাস এবং সুমনা রানী দাসের ছেলে।
পরিবার ও এলাকাবাসীর সুত্রে জানা যায় বিল্পব চন্দ্র দাস বিকেলে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান শ্রী কৃষ্ণের জন্ম তিথি উপলক্ষে অনুষ্ঠিত দদি কাঁদো খেলা শেষে সবার অজান্তেই বড় দের সাথে এলাকার একটি গভীর পুকুরে গোসল করতে যায়।
পুকুরে গোসল করা শেষ হলে সকলেই বাসায় ফিরে আসলে বিপ্লব বাসায় না ফিরলে এলাকাবাসী তাকে খুজতে শুরু করে এবং এক পর্যায় সে পুকুরের পানিতে ভাসতে থাকে এমন অবস্থা দেখে স্হানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তখন কর্তব্যরত চিকিৎসক শিশু টিকে মৃত ঘোষণা করে।
নিহত শিশু বিল্পব চন্দ্র দাস এর বাবা বলেন আমরা একসাথে কাদো খেলা শেষ করে তাকে বাসায় রেখে আমি পুকুরে গোসল করতে যাই, কখন যে আমার বাবা আমার পিছনে পিছনে পুকুর পাড়ে গেছে আমি কইতে পারি আমি যদি পিছনে একবার ফিরে তাকাই তাম তাহলে এমনটা হতো না বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
এদিকে বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ( ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে আর লাশ হাসপাতালে আছে । আইনি সব প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics