মোঃ আব্দুল হান্নানঃ-
নাসিরসগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দক্ষিণ সিংহগ্রাম বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের ৪ শিক্ষার্থীসহ ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
২৮ জুন ২০২২ রোজ মঙ্গলবার সকাল ১০ঘটিকার সময় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়ার নিকট এ দুর্ঘটনাটি ঘটে।আহত শিক্ষার্থীরা হচ্ছে উপজেলার ভলাকুট ও বুড়িশ্বর ইউনিয়নের।এ সময়ে সোনিয়া আক্তার নামে এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহতরা হলেন ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামেরএকা কর্মকার (১৭),শোভা দাস (১৭), সোনিয়া আক্তার (১৭) ও মোসাহিদ মিয়া (১৭)।তারা সকলেই বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।এ সময়ে অটোরিকশা চালক আরিফ মিয়াও (৩৫) আহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,উপজেলার বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের ৪ শিক্ষার্থী সকালে অটোরিকশায় যোগে নাসিরনগর সদর থেকে কলেজে যাচ্ছিলেন।পথে মধ্যে উপজেলার বুড়িশ্বরের ইউনিয়নের আনন্দপুর- তিলপাড়া সড়কের তিলপাড়ার নিকটে বিপরীতমুখী অন্য একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এসময় অটোরিকশায় থাকা কলেজের ৪শিক্ষার্থীসহ সকলেই সড়কের উপর পড়ে আহত হয়।খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনা শুনামাত্রই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতের দেখতে যান বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পৃথ্বীশ রঞ্জন পোদ্দার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ হাবিবুল্লাহ সরকার।
৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় বলেন,সড়ক দূর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় শোভা দাসকে জেলাসদর হাসপাতাল ও সোনিয়া আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলানির্বাহীকর্মকর্তা(ভারপ্রাপ্ত)মোঃমোনাববর হোসেন বলেন,শিক্ষার্থীদের এ দূর্ঘটনার কথা আমি সকালেই জানতে পেরেছি। ঘটনাটি খুবই দুঃখজনক।তবে আহতদেরকে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics