বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ-
ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত ইরফান উল্লাহ’র পুত্র সুবেদ আলম (৩৫) এর নামাজের জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর- লালাপুর জামে মসজিদ প্রাঙ্গনে প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্টিত জানাজায় ইমামতি করেন, উক্ত মসজিদের খতিব মাওলানা এনামুল হক।
উক্ত নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদী, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, উপজেলা যুবলীগ নেতা রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মেহবুব আলম মোশাহীদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফখরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের মুসল্লিয়ান উপস্থিত ছিলেন।
জানাজাপূর্ব এক সংক্ষিপ্ত বক্তৃব্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, সুবেদ ছিল আওয়ামী যুবলীগের একজন কর্মী। সে ভাল মনের একজন মানুষ ছিল। তার এমন মৃত্যুতে দল একজন পরিক্ষিত নেতাকে হারালো। পরিশেষে তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য যে, গত ৪ মার্চ সুবেদ মিয়ার আকত অনুষ্টান সম্পন্ন হয়। আনুষ্ঠানিক ভাবে বউ ঘরে আনা হয়নি। এর মধ্যে বিকেলে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলে নববধু স্ত্রীর কাছে শশুর বাড়ী যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ফুলতলী বাজারে অপর আরেকটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী সুনামগঞ্জ এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী সুবেদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুবেদ আলমের মৃত্যুর কুলে ঢলে পড়ে।মৃত্যুর পর সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ হিমাগারে রাখা হয়। গতকাল তাহার দুই ভাই, ভাতিজা, ভাতিজি লন্ডন থেকে আসার পর জানাজা শেষে গ্রাম্য কবর স্থানে তাকে দাফন করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics