Daily Frontier News
Daily Frontier News

নদীতে গোসলে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

 

 

বিশেষ প্রতিনিধি।।

 

ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে নদীতে গোসল করতে গিয়ে আমানুল্লাহ (১২) ও মো. আব্দুল্লাহ (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ইউনিয়নের চর ভাটারাকান্দা গ্রামে ঘটনাটি ঘটে। মারা যাওয়া শিশুরা একই গ্রামের দিনমজুর মো. সুমন হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম জানান, পরিবারের সবার অজান্তেই বাড়ির পাশের ধানসিঁড়ি নদীতে গোসল করতে যায় দুই ভাই। অনেকক্ষণ হয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে বের হন। পরে নদীতে দুই শিশুকে ভাষতে দেখে পরিবারের লোকজন দুই শিশুকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মারা যাওয়া দুই ভাইকে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

Daily Frontier News