Daily Frontier News
Daily Frontier News

ঢাকা- সিলেট মহা সড়কের বড়চরে কাভার্ট ভ্যানের ধাক্কায় ট্রাক চালক নিহত

 

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-

 

নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর নামক স্থানে সকালে একটি কাভার্ট ভ্যানকে পিছনে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রাক। এ সময় ধাক্কায় গাড়িতে থাকা ট্রাক চালক আজিজ মিয়া (৫০) ঘটনাস্থলেই নিহত হন। সোমবার (২৫ জুলাই) সকালে এ দূর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুুলিশ সূত্রে জানাযায়, ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর নামকস্থানে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৪৩৯৯) সিলেট গামী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট ২০-৮৮০৭)কে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক চালক ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মৃত কালু মিয়ার পুত্র আজিজ মিয়া (৫০) নিহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেন। এবং সড়কে যানচলাচল স্বাভাবিক করে দেন। পরে শেরপুর হাইওয়ে পুলিশ লাশ ও গাড়ি থানায় নিয়ে যান। এ ব্যাপারে হাইওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ পরিমল দেব দূর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়ী উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

Daily Frontier News