Daily Frontier News
Daily Frontier News

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার চালক দম্পতিসহ ৩ জন নিহত।।

 

 

মোঃ বিল্লাল হোসেন, দেবীদ্বার প্রতিনিধি:-

 

দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সাহারপার নামক স্থানে আজাহার মেম্বারের বাড়ির সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী লেনে বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকার টি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশের গাছের সাথে ধাক্কা লেগে পাশের মাছের ঘ্যারার মধ্যে উল্টে পড়ে গুরুত্বর আহত তিন জন ঘটনাস্থলেই নিহত হয়।

দুর্ঘটনাটি রোববার ভোর অনুমান ৬ঃ৫৫ মিনিটের সময় ঘটেছে বলে জানা যায়। দুর্ঘটনার কবলে পড়া প্রাইভেটকার নং ঢাকা মেট্রো গ- ২৫- ২৪০৫

দুর্ঘটনায় নিহতরা হলেন ফেণী জেলার ড্রাগনভূঞা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার(৪৮) এবং শ্যালিকা সালমা আক্তার নাজমা(৪৫)।
দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকার চালক গিয়াস উদ্দিন মাহমুদ ফেনী জেলার ফেনী মডেল থানার বনানী পাড়ার ফরাজি মঞ্জিলের মোহাম্মদ ইদ্রিস এর পুত্র।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার জানান,ভোর অনুমান ৬ঃ৫৫ মিনিটের সময় দূর্ঘটনাটি ঘটেছে এবং
তিন জনের মরদেহসহ প্রাইভেটকারটি উদ্ধার করে ইলিয়টগঞ্জ ফাড়ীতে নিয়ে আসা হয়েছে।

Daily Frontier News