Daily Frontier News
Daily Frontier News

ড্রামট্রাকের সাথে সংঘর্ষ বাইক; বুড়িচংয়ের স্কুল ছাত্র শুভ নিহত

 

 

বুড়িচং প্রতিনিধি।।

 

কুমিল্লা-শাসনগাছা -বুড়িচং সড়কে ড্রামট্রাকের চাপায় ফজলুর রহমান মেমোরিয়্যাল অব টেকনোলজি কলেজের শিক্ষার্থী শুভ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
(১৪ মার্চ ২০২৩) মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওই কলেজর অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবু তাহের।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় কুমিল্লা -শাসনগাছা-বুড়িচং সড়কের আদর্শ সদর উপজেলার মহেষপুর(কালকারপাড়) নামক স্থানে একটি ড্রামট্রাক চাপা দিলে সামনে থেকে আসা মাটিবাহী ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেলে অবস্থারত চালক শুভ ঘটনাস্থলে মারা যায়।শুভ’র সাথে থাকা বন্ধু গুরুতর আহত হয়।আহত যুবকের বাড়ি বুড়িচং সদরের বিজয়পাড়া এলাকার। নিহত শুভ’র বাড়ি বুড়িচং সদরের জরুইন গ্রামের ফারুক আহম্মেদের ২য় পুত্র সন্তান। দূর্ঘটনাটি ঘটে কুমিল্লা আদর্শ সদর মহেশপুর এলাকার এমরান ইটভাটার সামনে। জানা যায়,কয়েকমাস আগে শখের বসে একটি পালসার মোটরসাইকেল কিনেন। কিন্তু এই শখের পালসারে চড়তে গিয়ে তার মৃত্যু হয়।
বুড়িচং উপজেলা যুবলীগের নেতা ও জরুইন গ্রামের কৃতিসন্তান মোঃ রাসেল প্রতিনিধিকে জানান,মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল হাসপাতাল থেকে শুভ’র মরদেহ জরুইন নিজ গ্রামে আনা হয়। রাত ৯টার দিকে জানাজায় শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বন্ধু-বান্ধব ও এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের মাতম চলছে।
অধ্যক্ষ আলহাজ্ব আবু তাহের জানান,শুভ আমাদের ফজলুর রহমান মেমোরিয়্যাল অব টেকনোলজি কলেজে দশম শ্রেণির ছাত্র ছিলেন। বেঁচে থাকলে সামনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

Daily Frontier News