Daily Frontier News
Daily Frontier News

ঘাটাইল জুয়েলের রহস্যজনক মৃত্যু

 

 

 

মোঃ মশিউর রহমান, সিনিয়র রিপোর্টারঃ-

 

টাংগাইল জেলার ঘাটাইল উপজেলায় জুয়েল সিদ্দিকী(৪০) নামে এক ব্যক্তি স্ত্রী, সন্তান রেখে না ফেরার দেশে চলে গেলো। সে(জুয়েল) বেলা ০৩ঃ০০টার দিকে কলেজ মোড় নিজ বাসায় ফাঁসি দেয়। সে মুক্তিযোদ্ধা মৃত দেলোয়ার হোসেন খাজা ও মৃত হাসিনা সিদ্দিকার বড় ছেলে। সে ঘাটাইল সদর হাসপাতালে হেলথে চাকরি করতো।

হঠাৎ ঝুলন্ত অবস্থায় দেখে লাশের স্ত্রী, ছেলে সিজান(২৪) ও ছোট ভাই মতিউর রহমান সিদ্দিকী(৩৫) তিনজন মিলে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায়।

তথ্যসূত্রে জানা যায়, সে(জুয়েল) বন্ধুদের সাথে দোকানে আড্ডা দিয়ে ভালো মানুষ তার নিজ বাসায় গিয়ে লিলেন দড়ি দিয়ে ফাঁসি দেয়। গলায় ফাঁসির দাগ ছাড়া আর কোনো আলামত পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা ০৩ঃ২৫ মিনিটে স্ত্রী, ছেলে ও ছোট ভাই মিলে লাশ নিয়ে হাসপাতালে পৌঁছায়। বর্তমানে জুয়েলের ফাঁসি দেওয়ার রহস্য উৎঘাটনের প্রক্রিয়া চলছে।

Daily Frontier News