মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পায়খানার নতুন ট্যাংকিতে নেমে অক্সিজেনের অভাবে মোস্তাকিম আলী (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার( ১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে,গোমস্তাপুর উপজেলা চৌডালা ইউনিয়নের সাহেব গ্রামের ইনু মিয়ার বাড়ির পায়খানার ট্যাংকিতে। উপজেলার সাহেব গ্রাম সামসুল হক এর ছেলে মোস্তাকিম আলী।মোস্তাকিম আলী পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন, ইনু মিয়ার নতুন পায়খানার সাটার খুলতে ট্যাংকিতে নামলে অক্সিজেনের অভাবে ছটফট করতে থাকে এক পর্যায়ে তার কোন সারা শব্দ না পেয়ে ঘটনাস্থলে উপস্থিত লোকজন ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে, ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে এসে উক্ত ব্যক্তিকে মৃত অবস্থায় ট্যাংকি থেকে উদ্ধার করেন। জন্মের পর থেকে বাক প্রতিবন্ধী ছিলেন।
গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি মাহবুবুর রহমান জানান এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics