মোঃ মশিউর রহমান, সিনিয়র রিপোর্টারঃ-
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে এক নির্মান শ্রমিকের অকাল মৃত্যু ঘটে, আহত কয়েকজন। অদ্য ১৫ জুলাই, ২০২২ ইং তারিখ শুক্রবার অনুমানিক ৪ঃ৩০ ঘটিকার সময় ঢাকা রোড চান্দনা চৌরাস্তা কে চৌধুরী পাম্পের দক্ষিণ পার্শ্বে ফ্লাইওভারের কাজে ব্যবহৃত লানচিং গার্ডার টেইলার গাড়িতে নিয়ে যাওয়ার সময় লানচিং গার্ডারটি গাত হয়ে পরেগেলে তাহা ফ্লাইওভারের কাজে কর্মরত শ্রমিকের উপর পরলে ঘটনাস্থলেই উক্ত শ্রমিক মারা যায় এবং ১ জন শ্রমিক ও ১ জন পথচারী গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদেরকে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics