Daily Frontier News
Daily Frontier News

খুলনায় সড়ক দুর্ঘটনায় পাটকেলঘাটার যুবক নিহত খুলনা,

 

আল আমিন সরদার স্টাফ রিপোর্টারঃ-

 

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের জুজখোলা গ্রামের মেজবাহ উদ্দীন জাহিন (২৪)।

সে জুজখোলা গ্রামের নজরুল ইসলামের বড় ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে খুলনা বাইপাস ময়ুরি ব্রিজ সংলগ্ন জয় বাংলা মোড়ে মটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তার চাচাতো ভাই আবু সেলিম জানায়, জাহিন মটর সাইকেলে চড়ে বাড়িতে আসছিল। জয়বাংলা মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় চালক তার ফুফাতো বোনাই মারাত্মক আহত হয়।

তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিন চীন থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়া অবস্থায় দেশে এসেছে। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। খুলনা হরিণডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

Daily Frontier News