মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।
খুলনার ডুমুরিয়ায় দু’টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ গুরুতর আহত হয়েছেন ৫ জন।
শুক্রবার (৮ই জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে খুলনা – সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া আংগারদহা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এসময় চালকসহ প্রাইভেটকারে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়।
আহতরা হলেন, খুলনা মংলার কুমার খালির মোঃ আবুল কালাম (৬০), সালাউদ্দিন (১৫),শেখ আঃ সালাম (২৫), মিনিরা (২৫) এবং খুলনা কয়রা উপজেলার মোঃ আঃ সালাম (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-গ ১৩-৮৭১০ নম্বর একটি প্রাইভেটকার চুকনগর অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনা স্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-গ ৩৩-৮৬১৫ নম্বর বেপরোয়া গতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে দুই প্রাইভেটকারের সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। এসময় দুইটি প্রাইভেটকার’র থাকা চালকসহ ভিতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়।
খবর পেয়ে স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্ট্রেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এব্যাপারে খর্ণিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদি হাসান বলেন, দূর্ঘটনায় কবলিত প্রাইভেটকার দুটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics