Daily Frontier News
Daily Frontier News

খাদ্যনালীতে বুকের দুধ আটকে শিশুর করুন মৃত্যু

 

 

আল আমিন সরদার , স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় নাফিজা (১০মাস) নামের এক শিশু মায়রের বুকের দুধ পান করার সময় খাদ্যনালীতে দুধ আটকে মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু নাফিজা ওই এলাকার মোঃ কামরুল ইসলাম, হাফিজা দম্পতির একমাত্র শিশুকন্যা।

বিগত ২০১৯ সালে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ওছিম উদ্দিনের ছেলে কামরুল ইসলামের সাথে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকার আনারুল ইসলামের মেয়ে হাফিজা বেগমের বিয়ে সম্পন্ন হয়। চলতি বছরের জানুয়ারি মাসে তাদের কোলজুড়ে শিশুওকন্যা নাফিজার জন্ম হয়।

বৃহস্পতিবার (৬ই সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় খাদ্যনালীতে আটকে গেলে দ্রুত চিকিৎসার জন্য সাতক্ষীরা নেওয়ার পথিমধ্যে শিশুটি মৃত্যু বরণ করে।

শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে নগরঘাটা ইউনিয়নের চেয়ারমান কামরুজ্জামান লিপু বলেন, রাত সাড়ে ৯টায় জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
একমাত্র কন্যার এমন করুণ মৃত্যুতে বাকরুদ্ধ ওই দম্পতিসহ তার পরিবার। শিশুটির বাড়িতে চলছে শোকের মাতম।

Daily Frontier News