Daily Frontier News
Daily Frontier News

কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

 

কুমিল্লা প্রতিনিধি।।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জাগুরজুলি সংলগ্ন রওজাতুল উলুম মাদ্রাসার সামনে অজ্ঞাত ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১২ টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ আজমির হোসেন (১৯) কুমিল্লা আদর্শ সদর উপজেলার আশোকতলা গ্রামের মোঃ ওয়াব মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২ টায় কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি সংলগ্ন রওজাতুল উলুম মাদ্রাসা সামনে একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোঃ আজমির হোসেন মারা যান।

বিষয়টি ময়নামতি হাইওয়ে থানার ওসি নিশ্চিত করে বলেন, আমি খবর পেয়ে লাঁশ উদ্ধারের জন্য ফোর্স পাঠিয়েছি।

Daily Frontier News