Daily Frontier News
Daily Frontier News

কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি।।

 

কুমিল্লার লাকসামে খিলার টুঘুরিয়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও দুইজন।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।লাকসাম রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক আব্দুল আলীম দৈনিক ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছে, ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন টুগুরিয়া ক্রসিংয়ে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

এ প্রসঙ্গে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নোয়খালী থেকে লাকসামগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন তুঘুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেললাইনের উপর আটকে থাকা একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির তিন যাত্রী নিহত হয়। এ সময় আরও ২ জন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

Daily Frontier News