Daily Frontier News
Daily Frontier News

কামরাঙ্গীরচরের বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় দুইজনের লাশ উদ্ধার।

 

 

নিজস্ব প্রতিনিধি, মোঃ আনোয়ার হোসেন।

 

রাজধানীর কামরাঙ্গীরচরের গাজীরঘাটে নৌকা ভ্রমনের সময় ১০/০৭/২০২২ ইং সন্ধ্যা সাতটায় নৌকাডুবির ঘটনা ঘটে এসময় নৌকায় থাকা শিশু নারীও বৃদ্ধ সহ ১৪ জন মানুষ ছিলেন।ঈদের দিন বিকেলে নৌকায় ঘুরেফিরে সন্ধ্যায় নৌকাটি গাজীর ঘাটের একটু কাছেই নৌকাটি ডুবে যায় এসময় কোনরকম সাঁতার কেটে অনেকেই তীরে উঠতে পারলেও দুইজন নিখোঁজ হয়। স্থানীয় ফায়ারসার্ভিস হাজারীবাগ কে খবর দেওয়া হলে ঈদের ছূটি থাকায় তাৎক্ষণিক ডুবুরি পাওয়া যায় নাই। আজ সকালে ডুবুরি ও নৌ-পুলিশের দ্বীর্ঘ ৩ঘন্টার চেষ্টায় দু জনের লাশ উদ্ধার করা হয়। তাদেন নাম (১) মোঃ রুবেল (১৩) ও মোঃ আরমান (২৭) উক্ত ঘটনার সংবাদ পেয়ে ছুটে আসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব হাজী নুরে আলম চৌধুরী।এসময় স্বজনদের কান্নাকাটিতে নদীরে বাতাস ভারীহয়ে যায়।কাউন্সিলর হাজী নুরে আলম চৌধুরী বলেন আমি এবিষয়ে অবগত আছি রাতেই ফোনে জানতে পারি এখন সার্বিক সহযোগিতায় আমি আপনাদের পার্শে আছি আপনারা ওদের জন্য দোয়া করবেন। এসময় রুবেলের বোন ও ভাই বলেন আমরা ফায়ারসার্ভিস যথাসময়ে না পেয়ে অনেক কষ্ট পেলাম। তাদের অপেক্ষায় সারারাত জেগেই ছিলাম এই নদীর পাড়ে পরে ৯৯৯ ফোন দেওয়ার পর নৌ পুলিশ ঘটনাস্থলে আসেন।

Daily Frontier News