Daily Frontier News
Daily Frontier News

ওসমানীনগরে দয়ামিরে ১৫টি দোকান পুড়ে ছাই,অর্ধ কোটি টাকার ক্ষতি।

 

 

কে এম রায়হান::

 

ওসমানীনগরের দয়ামীর বাজারে ভোররাতে ১৫টি দোকান পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনের লেলিহান শিখা পুড়িয়ে ছাই করেছে ব্যবসায়ীদের সর্বস্ব। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় তাজপুর ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দলের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।কিন্তু ততক্ষণে আগুন জ্বালিয়ে দেয় দোকান গুলোর প্রায় সকল মালামাল।ঘটনার পর সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ,দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দীন ঘটনাস্থল উপজেলা সাংবাদীক ইউনিয়নের অর্থ সম্পাদক কে এম রায়হান সহ বিভিন্ন সামাজিক সংঘঠনের নেতৃবৃন্দপরিদর্শন করেছেন।জানা যায়,আজ ৩ মার্চ শুক্রবার ভোর ৫ টায় শেষ সময় উপজেলার দয়ামীর বাজারের সুপারী গলির কোন এক দোকানে আগুন লাগে।বিষয়টি জানাজানি হওয়ার আগেই আগুন ছড়িয়ে পড়ে গলির ইউসুফ আলীর চায়ের দোকান,সোনামত আলীর মুদির দোকান এবং জিতু মিয়া, লোকমান আলী,আক্তার আলী,আনছার আলী,সেবুল মিয়া,নেপাল নাথ,হাসু নাথ এর দোকান সহ ১৫ টি দোকানে। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দলের কর্মীরা অকুস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দয়ামীর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস শহিদ বলেন, ফায়ার সার্ভিস কর্মী ও বাজারের আশপাশের লোকজনের প্রচেষ্টায় কিছু সুপারী মাল উদ্ধার করা গেলেও ১৫টি দোকানের ঘরসহ ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। বাজারের লোকজনের মুখ থেকে শোনা যায়, চা এর দোকান থেকে আগুন লাগতে পারে। তাজপুর ফায়ার সার্ভিসের প্রধান মোঃ অপু মিয়া বলেন, আমরা ভোর ৬.২৫ টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা যাওয়ার আগেই ১৫টি দোকানে আগুন ছড়িয়ে যায়। কিছু সুপারী উদ্ধার করা গেলেও দোকানগুলো পুড়ে গেছে।

Daily Frontier News