Daily Frontier News
Daily Frontier News

উখিয়া রোহিঙ্গা শিবিরে আগুন

 

 

মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরো

 

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে ১০, ১১ ও ১২ রোহিঙ্গা ক্যাম্প গুলোয় আগুন ছড়িয়ে পড়েছে ।

রোববার (৫ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে ক্যাম্পের ‘ডি’ ব্লকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, আগুন লাগার খবর পাওয়া মাত্র আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় আমাদের টিম। বাতাস বেশি থাকায় আগুন মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেছে৷ আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে কোথা থেকে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছেনা৷

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে । অগ্নি কবলিত স্থান থেকে লোকজন ও মালামাল সরানো হয়েছে। হতাহতের মতো কোন ঘটনা এখনো হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।

Daily Frontier News