Daily Frontier News
Daily Frontier News

আকবর শাহে পাহাড় ধস, প্রাণহানি

 

মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরো

 

চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় পাহাড় ধসে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে আকবারশাহ থানার বেলতলি ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় খোকা (৪৫) নামে এক যুবকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালী উদ্দিন আকবর। তবে আরও ২ জন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে সূত্রে জানা গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক বলেন, পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালা করছে ফায়ার সার্ভিস ও আকবরশাহ থানা পুলিশ। এখনও উদ্ধার অভিযান চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

এদিকে শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, গত বছরের ১৮ জুন শাহ থানার এক নম্বর ঝিল এবং বিজয় নগর এলাকা গভীর রাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টিপাতে হওয়া ওই ধসে প্রাণ হারায় ৪ জন।

Daily Frontier News