Daily Frontier News
Daily Frontier News

চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:

 

 

চুয়াডাঙ্গা অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক ৩ দিনব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শহরের মালোপাড়াস্থ ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে শেষ হয় প্রশিক্ষণ। এর আগে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণে উদ্বোধন করেন জেলা লোকমোর্চার সভাপতি ও জেলা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বেলাল হোসেন। ওয়েভ ফাউন্ডেশনের এসপিপিএস প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ। প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রকল্পের প্রধান সমন্বয়কারী নির্মল দাস। ওয়েভ ফাউন্ডেশন মানিকগঞ্জ সদর কর্মকর্তা মোঃ এনামুল হক খান লিটন, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ্ আলম সনি, News24 ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জামান আখতার,দৈনিক বাংলাদেশ নিশানের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আক্তার হোসেন মিলন, মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবুল আক্তার মঞ্জুর, দৈনিক অগ্নিশিখার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাধন সূত্রধর,দৈনিক আজকের প্রভাতের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম, দৈনিক অন্যায়ের চিত্রের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক সোনালী খবরের জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, দৈনিক নিউ নেশনের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ইউনুছ আলী, সাংবাদিক আবুল বাশার আব্বাসী, মোঃ নজরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলামসহ এতে চুয়াডাঙ্গা ও মানিকগঞ্জ জেলার ২০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নেন।
প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্পের চুয়াডাঙ্গা জেলার সমন্বয়কারী আনিছুর রহমান, ওয়েভ ফাউনন্ডেশনের প্রোগ্রাম অফিসার ফরহাদ আহমেদ ও কানিজ সুলতানা।

Daily Frontier News