Daily Frontier News
Daily Frontier News

সাতক্ষীরায় শিশু যৌন শোষণ প্রতিরোধে আসকের ক্যাম্পেইন সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের অংশগ্রহণ

 

শাহিন বিশ্বাস জেলা প্রতিনিধি:-

শিশুদের যৌন শোষণ থেকে রক্ষা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে আইন ও সালিশ কেন্দ্র (আসক) সাতক্ষীরায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। টেরে ডেস হোমস (টিডিএইচ) নেদারল্যান্ডস এর সহযোগিতায় “স্টেপ আপ দ্যা ফাইট এগেনষ্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন” প্রকল্পের আওতায় এসব কার্যক্রম চলছে।

এর অংশ হিসেবে রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়। ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা বেগম, জেলা নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা। এতে বিভিন্ন স্কুলের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।

শিশুদের মধ্যে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। বিজয়ী পাঁচজনকে পুরস্কার এবং বাকি সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

পরে নবারুন স্কুল, পি এন হাই স্কুল এবং টাউন গার্লস স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিশু যৌন শোষণ প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয় এবং তাদের সচেতন করতে আলোচনা করা হয়।

ক্যাম্পেইনের সভাপতিত্ব করেন শিক্ষাবিদ দিলারা বেগম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন আসক এর সুফাসেক প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. আলিরাজ।

Daily Frontier News