Daily Frontier News
Daily Frontier News

সন্ত্রাসী বিএনপি-জামাতের ধ্বংসাত্মক অবরোধের উদ্দেশ্যই হচ্ছে নির্বাচন বানচাল করা–জাসদ

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

সন্ত্রাসী বিএনপি-জামাতের নৈরাজ্য ও নির্বাচন বানচালের চক্রান্ত-ষড়যন্ত্রের প্রতিবাদে জাসদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের আজ ৫ নভেম্বর ২০২৩, রবিবার, সকাল ১১:৩০ টায়, বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে সন্ত্রাসী বিএনপি-জামাতের নৈরাজ্য ও নির্বাচন বানচালের চক্রান্ত-ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মোহাম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের তথ্য গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, আলী হাসান তরুন, মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস বেপারী ও সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাসদ নেতা মনির হোসেন মজুমদার, জাতীয় যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, জাতীয় যুব জোটের সহ-সভাপতি শুভংকর দেব বাপ্পা, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার শিল্পী, পরিবহণ হকার জোটের সভাপতি মোঃ আলী, জাসদ ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি নুরতাজ পারভীন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, এটা পরিস্কার সন্ত্রাসী বিএনপি-জামাতের ধ্বংসাত্মক অবরোধ-জ্বালাও-পোড়াও কর্মসূচির আসল উদ্দেশ্যই হচ্ছে নির্বাচন বানচাল করা। নির্বাচন বানচালের চ্যালেঞ্জ গ্রহণ করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করাই এখন জাতীয় রাজনৈতিক কর্তব্য। নেতৃবৃন্দ বলেন, সামরিক সরকার, অসাংবিধানিক সরকার দেশের ক্ষতি করা ছাড়া ভালো কিছু করতে পারেনা, তা অতীতে বারবার প্রমাণিত হয়েছে। সুতরাং সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নাই। যারা নির্বাচন বাঁধাগ্রস্থ করার অসাংবিধানিক অগণতান্ত্রিক রাজনীতি করবে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশন ও সরকারকে সাহায্য করা দেশের সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তির জাতীয় কর্তব্য।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, তোপখানা রোডসহ রাজধানীর বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।
আগামী ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যূত্থান দিবসে জাসদের কর্মসূচি
ক্ষমতালিপ্সু উচ্চাভিলাসী সামরিক অফিসারদের দ্বারা ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার, অবৈধ ক্ষমতা দখল ও সংবিধান লংঘন, বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতা হত্যাসহ হত্যা-ক্যু ষড়যন্ত্রের রাজনীতি এবং উপনিবেশিক রাষ্ট্র কাঠামোর অবসানের লক্ষ্যে সংগঠিত ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের নেতৃত্বে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যূত্থান স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আগামী ৭ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, বিকাল ৩ টায়, শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যূত্থানের মহানায়ক, মহান দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী জাসদ নেতা শহীদ কর্নেল তাহের বীরউত্তমের প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে জাসদ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর এবং জাসদের সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
বার্তা প্রেরক

সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ

Daily Frontier News