স্টাফ রিপোর্টার:-
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোকর্যালী অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই শোক র্যালী অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড, জামিল হাসান দুর্জয়ের নেতৃত্বে শোক র্যালীতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জর্জ মৃধা।সাবেক ছাত্রলীগ নেতা মাহাফুজুর রহমান রাজিবের সঞ্চালনায় শোক র্যালীতে আরো উপস্থিত ছিলেন,শ্রীপুর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী,কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মামুন,কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খান, গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.রেদোয়ান আল রোমান মন্ডল, কাওরাইদ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চাঁন মিয়া,জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য মো.আক্তারুজ্জামানসহ জেলা,উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics