Daily Frontier News
Daily Frontier News

শার্শায় মৎস্যজীবী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত

 

বেনাপোল প্রতিনিধিঃ-

শার্শা উপজেলা মৎস্যজীবী লীগের আয়োজনে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ আগস্ট ) বিকাল ৪ টার সময় শার্শা বাজারে মৎস্যজীবী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ওহিদুজ্জামান অহেদ ও শার্শা উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক, মারুফ হোসেনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ডাক্তার আবু তোহা।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন: শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক হাজী বাবলু মিয়া, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল খাঁ, শার্শা ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য কবির উদ্দিন, যুবলীগ নেতা শামিনুর সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Daily Frontier News