Daily Frontier News
Daily Frontier News

যথাযোগ্য মর্যাদা বিজয়নগর উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে বিজয়নগর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ইং  উদযাপন । 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

.      জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে বিজয়নগর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সহ উপজেলা পর্যায়ের সকল অফিস ও আওয়ামীলীগ এবং এর সকল সহযোগী সংগঠন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ বিভাগ, আনসার বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যগণের কুচকাওয়াজ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সৌজন্যে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে তাৎক্ষণিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়।

.     বিজয়নগর উপজেলার সকল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল সম্মাননা সহ কোর্ট পিন সরবরাহ করা হয়।

.      এর আগে গত ২২ শে মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্যে প্রীতি ভলিবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাধীনতা কনসার্টের আয়োজন করা হয়।

.     দিবসটির তাৎপর্য অনুধাবন করে সকল আয়োজনে বিজয়নগর উপজেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে দিবসটির মর্যাদা আরো বৃদ্ধি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জনাব এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

Daily Frontier News