Daily Frontier News
Daily Frontier News

মাধবদীতে জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

 

আ: ছাত্তার মিয়া নরসিংদী:-

নরসিংদীর মাধবদী থানা ও মাধবদী পৌরসভা আওয়ামীলীগ, নরসিংদী সদর উপজেলা ও মাধবদী পৌরসভা আওয়ামী যুবলীগ, মাধবদী থানা কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, আওয়ামী সেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ, আওয়ামী মৎসজীবীলীগ ও ছাত্রলীগের আয়োজনে শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে গত: ৩০ আগষ্ট বুধবার বিকেল ৩টায় মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । মাধবদী পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সালাহউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল(অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীরপ্রতিক এম.পি। নরসিংদী সদর উপজেলা যুবলীগের সভাপতি মো: জাকির হোসেন ও সাধারণ সম্পাদক এস.এম সেলিম সিকু’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি ঐকের প্রতীক জনাব জি.এম.তালেব হোসেন, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান মো: মনির হোসেন ভূইয়া, সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, মোঃ মোন্তাজ উদ্দিন ভূঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদনা নরসিংদী জেলা আওয়ামী লীগ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন কমিশনার, মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক পবিত্র রঞ্জন দাস মহাদেব,নরসিংদী জেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ রিপন মিয়া, নরসিংদী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রিপন, নরসিংদী জেলা পরিষদের সদস্য মোঃ মনিরুজ্জামান মনির, নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, মাধবদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইলিয়াস, মাধবদী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: মনিরুজ্জামান মনির শাহ্, চরদিঘলদী ইউপি চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন শাহিন ।আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার সাবেক মেয়র সফি উদ্দিন আহমেদ, নুরালাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলাম ফয়সাল, মাধবদী পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আরমান, মাধবদী পৌরসভা যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশা, সহ সভাপতি কাজী মাসুদ, মাধবদী থানা কৃষকলীগের সভাপতি খায়রুল ইসলাম খাঁন, নরসিংদী সদর উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি কাজী মোরশেদ,জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার সভাপতি আ: ছাত্তার মিয়া, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সংগঠন, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের স্মরণে দোয়া কামনা করা হয়।

Daily Frontier News