Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মীম হত্যার লাশ উত্তোলন করা হবে পুনঃময়না তদন্তের জন্য

 

মোঃ আব্দুর রাজ্জাক সরাইল ব্রাহ্মণবাড়িয়াঃ-

 

.   ঘটনা স্হল,খাদিজা আক্তার মীম (০৬), পিতা- আলী ইসলাম, সাং- কালিশিমুল, ইউপি- পাকশিমুল,থানা- সরাইল, ব্রাহ্মণবাড়িয়া.

.   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল মুন্সিখানা শাখা।স্মারক নম্বর:-০৫.৪২. ১২০০.০০০.০১৪.৭২.০০০২. ২২.১৩১৯।১৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ,তারিখ: ৩১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ।

.    সূত্রে জানা যায়, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সরাইল আমলী আদালত, ব্রাহ্মণবাড়িয়া ২১শে অক্টোবর ২০২৫ খ্রি. তারিখের ৮৯১ নং স্মারকের পরিপ্রেক্ষিতে সি. আর মামলা নং- ১৯৪/২৫ (সরাইল), তারিখ- ২৫/০২/২০২৫ খ্রি, ধারা- ৩৬৪/৩০২/ ২০১ /১০৯/৩৪ পেনাল কোড এর ভিকটিম খাদিজা আক্তার মীম (০৬), পিতা- আলী ইসলাম, সাং- কালিশিমুল, ইউপি- পাকশিমুল, থানা- সরাইল, ব্রাহ্মণবাড়িয়া এর লাশ সরাইল উপজেলাধীন পাকশিমুল ইউনিয়নস্থ কালিশিমুল (মধ্যপাড়া) কবরস্থান হইতে উত্তোলনপূর্বক সুরতহাল ও পুনঃময়না তদন্ত প্রস্তুত কার্যক্রমে উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য জনাব মোঃ মোশারফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ফৌজদারি কার্যবিধি ১৭৬ (২) ধারা অনুযায়ী ক্ষমতা অর্পণপূর্বক দায়িত্ব প্রদান করা, হলোখাদিজা আক্তার মীম (০৬), পিতা- আলী ইসলাম, সাং- কালিশিমুল, ইউপি- পাকশিমুল, থানা- সরাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেট,স্মারক নম্বর নং-০৫.৪২.১২০০.০০০.০১৪.৭২. ০০০২.২২. ১৩১৯/১(৮)।

Daily Frontier News