Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত প্রতিরোধে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

 

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলায় রবিবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত প্রতিরোধে মহড়া, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জোবায়ের হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ আলিফ আহমেদ অক্ষর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ঝুমা কবির, বুড়িচং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বাজার কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম, ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা জাকারিয়া খান।

দিবসটি উপলক্ষে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া পরিচালনা করেন বুড়িচং ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আতাউর রহমান।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

Daily Frontier News