মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
বৃহস্পতিবার ২১ জলাই কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা, সনদপত্র, সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোকাম ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী,একই ইউপির শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্যান কেন্দ্রের পরিদর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মহি উদ্দিন এবং একই পরিবার পরিকল্যাণ কেন্দ্রের শ্রেষ্ঠ পরিদর্শকা নির্বাচিত হয়েছেন ফারজানা আক্তার।
তিন কেটা গরিতে মোকাম ইউনিয়ন পরিষদের আওতাধীন মোকাম পরিবার পরিকল্যাণ কেন্দ্র শ্রেষ্ঠত্ব অর্জন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এবং অনুষ্ঠান পরিচালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ গোলাম ছামদানী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু,উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মদ অক্ষর, উপজেলা মেডিকেল অফিসার ডা. একে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা বিএডিসির সহকারী প্রকৌশলী মোঃ মানিক মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশন আরা, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী।
আরও বক্তব্য রাখেন পরিবার পরিকল্যাণ সহকারী সাজেদা আক্তার, পরিবার পরিকল্যান কেন্দ্রের পরিদর্শক মোঃ মহি উদ্দিন, পরিবার পরিকল্যান কেন্দ্রের পরিদর্শক মোঃ আওলাদ হোসেন, পরিবার পরিকল্পনা সহকারী মোঃ অলি উল্লাহ, মদিনা পিয়ারী, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এবং একই ইউনিয়ন পরিষদের আওতাধীন পরিবার পরিকল্যান কেন্দ্রের পরিদর্শক ও পরিদর্শকা শ্রেষ্ঠত্ব অর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন তাদের হাতে সনদপত্র, সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics