Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার পেল ৯৯টি পরিবার

 

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

 

কুমিল্লার বুড়িচং উপজেলায় চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহার পেল ৯৯টি পরিবার।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন
থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে ভূমিহীন- গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ
উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার

মোকাম ইউনিয়নের শিকারপুর, বুড়িচং সদর ইউনিয়ন এর হরিপুর ও ষোলনল ইউনিয়ন এর ভান্তি গ্রামের ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ৯৯ টি ঘরের চাবি, দলিল ও সনদপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মীঠু, উপজেলা প্রকৌশলী মোঃ আলিফ আহাম্মদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল, সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার। এসময় উপজেলা বিভিন্ন সকল কর্মকর্তাগন ও সুবিধাভোগী
পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Daily Frontier News