Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে ‘কর্মবিরতির ক্ষতি পোষাতে’ শনিবারও ক্লাসে শিক্ষকরা

 

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।

 

 

বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শিক্ষকদের আন্দোলনে টানা আটদিন বন্ধ থাকার ফলে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার আগে শিক্ষার্থীরা একাডেমিক ক্ষতির মুখে পড়েছে। শিক্ষার্থীদের এ ক্ষতি পুষিয়ে দিতে আগামী চারটি শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। সেই ঘোষণার পর আজ প্রথম শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার এমপিওভুক্ত শিক্ষকরা স্বেচ্ছায় ক্লাসে উপস্থিত হয়ে পাঠদান শুরু করেছেন। এদিন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা শিক্ষা কার্যক্রমে সহায়তার জন্য সক্রিয় উপস্থিতি দেখিয়েছেন।

শনিবার বিভিন্ন বিদ্যালয়ে খুঁজ নিয়ে জানা যায়, শিক্ষক ও কর্মচারীরা বিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন। বেশিরভাগ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ভালো ছিল।

উপজেলার আরাগ আনন্দ পুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হান্নান বলেন, আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক আজ স্বতঃস্ফূর্তভাবে ক্লাস নিচ্ছেন, কারণ দীর্ঘ সময়ের বন্ধ ও অচলাবস্থার কারণে শিক্ষার্থীরা যে একাডেমিক ক্ষতির মুখে পড়েছে, তা পূরণ করা এখন আমাদের মূল দায়িত্ব। আমরা চাই না কোনো শিক্ষার্থী পেছনে পড়ে থাকুক বা পরীক্ষায় দুর্বল ফল করুক। তাই কেউ বিশ্রাম না নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে পাঠদান করছেন শিক্ষকরা।

মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোকবুল হোসেন ভুইয়া জানান, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী স্যারের ডাকে আমরা কর্মবিরতি পালন করেছিলাম। তবে বর্তমানে তার নির্দেশনায় ছুটির দিনেও অর্থ্যাৎ শনিবারেও বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছি।

এতে শিক্ষার্থীরা নিয়মিতভাবে পাঠদান ও পড়াশোনায় অংশগ্রহণ করতে পারছে। আমাদের লক্ষ্য, কোনো শিক্ষার্থী যেন শিক্ষাগত ক্ষতির মুখে না পড়ে এবং শিক্ষা কার্যক্রম ধারাবাহিকভাবে বজায় থাকে।
শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারে ক্লাশ নেওয়াটাকে প্রসংশা করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

Daily Frontier News