আব্দুল্লাহ বুড়িচং।।
মহান ১৬ই ডিসেম্বর শুরুবার কুমিল্লার বুড়িচং উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। অন্যান্য বার করোনার কারণে অনুষ্ঠান সীমিত করা হলেও এবার বেশ জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হয়েছে।
মহান এই দিনটিতে বর্ণিল আলোকসজ্জার পাশাপাশি বুড়িচং উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন।
দিবসের শুরুতেই শহীদদের স্মরণে ৫০ বার তোপোধন্নির মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক করা হয়।
পরে পুলিশ ও আনসার বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুসজ্জিত মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ সময় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মারুফ রহমান, কৃষিবিদ বানিন রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, প্রাথমিক শিক্ষা অফিসার রওশান আরা, সমবায় সমিতি কর্মকর্তা শাহনাজ পারভীন, সমাজ সেবক কর্মকর্তা মোঃ আবদুল আউয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, সেন্ডেরন অফিসার কবির হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান, আনসার ওভিডিপি প্রশিক্ষক মোঃ আজমাইন ভূঁইয়া সহ আরোও অনেকে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics