সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ
মানিকগঞ্জ জেলা প্রশাসন ও মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ক্যাবের সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হকের সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রায় ক্যাব, জেলা প্রশাসন, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল।
সভায় ভোক্তার অধিকার সম্পর্কে আলোচনা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics