তানজিনা আক্তার উর্মি বান্দরবান
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ৮মার্চ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে পুনরায় এই স্থানে গিয়ে শেষ হয়। বান্দরবান জেলা প্রশাসন,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা বান্দরবান জেলা’র যৌথ আয়োজনে এবং স্থানীয় বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা ব্রিটিশ কাউন্সিল, ইউরোপীয় ইউনিয়ন, পি.ফর.ডি, ওয়াল্ডভিশন, বিএনকেএস,গ্রীন হিল যোথ সহযোগিতায় বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৩ পালন করা হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর,বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী। সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন বান্দরবান দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমা, পি.ফর.ডি এর পোগ্রাম কো-অর্ডিনেটর মং শৈনু,
বান্দরবান অন্যন্যা কল্যান নারী কল্যান সংস্থা এর পরিচালক ডনাই প্রু নেলী,কারিতাস প্রতিনিধি লুবনা দাশ, বিএনকেএস প্রতিনিধি মুমু রাখাইন’সহ বিভিন্ন নারী উদ্যোক্তারা এসময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে নারীদের ব্যাপক উন্নয়ন হচ্ছে। নারীরা আজ পিঁছিয়ে নেই ,ঘরে বাইরে নারীরা আজ তাদের প্রতিভা প্রমান করছে। “এই পৃথিবীতে যা কিছু মহান চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক নর”।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics